33
মোশি লোকদের আশীর্বাদ করলেন 
  1 মৃত্যুর পূর্বে ঈশ্বরের লোক মোশি, ইস্রায়েলের লোকদের এই সব বলে আশীর্বাদ করলেন|   
 2 “প্রভু সীনয় পর্বত হতে এলেন,  
সেয়ীরের গোধুলি বেলায় যেন আলো উদিত হল|  
পারণ পর্বত হতে যেন আলো জ্বলে উঠলো|  
প্রভু তাঁর 10,000 পবিত্র জনকে তাঁর সঙ্গে নিয়ে এলেন|  
ঈশ্বরের পরাক্রমী সৈন্যরা তাঁর পাশে ছিল|   
 3 হ্যাঁ, প্রভু তাঁর লোকদের ভালবাসেন|  
সমস্ত পবিত্র লোকরা তাঁর হাতে রয়েছে|  
তারা তাঁর চরণতলে বসে তাঁর শিক্ষাসকল শেখে!   
 4 মোশি আমাদের বিধি দিলেন|  
সেই সব শিক্ষা যাকোবের লোকদের জন্য|   
 5 সেই সময় ইস্রায়েলের লোকরা  
ও তাদের নেতারা এক সাথে জড়ো হল,  
আর প্রভু যিশুরূণের (ইস্রায়েলের) রাজা হলেন!   
রূবেণের আশীর্বাদ 
  6 “রূবেণ বেঁচে থাকুক, মারা না যাক| কিন্তু তার পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা অল্প হোক্!”   
যিহূদার আশীর্বাদ 
  7 যিহূদার বিষয়ে মোশি এই কথা বললেন:  
“যিহূদার নেতা সাহায্যের জন্য প্রার্থনা জানালে প্রভু তার প্রার্থনা শুনুন|  
তাঁর লোকদের কাছে তাকে নিয়ে আসুন|  
তাকে শক্তিশালী করে তার শত্রুদের হারাতে সাহায্য করুন|”   
লেবীর আশীর্বাদ 
  8 লেবীর সম্বন্ধে মোশি এই কথাগুলি বললেন:  
“লেবি তোমার প্রকৃত অনুসরণকারী,  
উরীম ও তূম্মীম তার সাথে রয়েছে|  
মঃসাতে তুমি লেবীর পরীক্ষা করেছিলে|  
মরীবার জলের ধারে তুমি তাদের পরীক্ষা করে প্রমাণ করেছিলে যে তারা তোমার|   
 9 তারা তোমার বিষয়েই বেশী যত্নশীল হে প্রভু, এমনকি নিজেদের পরিবারের থেকেও|  
তারা তাদের মাতাপিতাকে উপেক্ষা করেছে,  
নিজের ভাইদেরও স্বীকার করেনি|  
এমন কি তারা তাদের শিশুদের বিষয়েও মনোযোগ করে নি|  
কিন্তু তারা তোমার আদেশসকল পালন করেছে|  
তারা তোমার বন্দোবস্ত অনুসরণ করেছে|   
 10 তারা যাকোবকে তোমার শাসন শিক্ষা দেবে| তোমার ব্যবস্থা ও আজ্ঞা ইস্রায়েলকে বিধি দেবে|  
তারা তোমার সামনে ধূপ জ্বালাবে|  
তোমার বেদীতে তারা হোমবলি উৎসর্গ করবে|   
 11 “প্রভু, লেবীর শক্তিকে আশীর্বাদ কর|  
তার হাতের কাজ গ্রহণ কর|  
যারা তাদের আক্রমণ করে তাদের ধ্বংস কর|  
তার শত্রুদের পরাজিত কর, যেন শত্রুরা আর কখনও ফিরে আক্রমণ করতে না পারে|”   
বিন্যামীনের আশীর্বাদ 
  12 বিন্যামীনের সম্বন্ধে মোশি বললেন:  
“প্রভু বিন্যামীনকে ভালবাসেন|  
বিন্যামীন নিরাপদেই তাঁর কাছে থাকবে|  
প্রভু সবসময় তাকে রক্ষা করেন  
এবং প্রভু তার দেশে বাস করবেন|”*প্রভু … করবেন আক্ষরিক অর্থে, “এবং এখন তিনি তাঁর দুই কাঁধের মধ্যে বাস করবেন|” এটি সম্ভবতঃ বোঝায় যে বিন্যামীন এবং যিহূদার ভূখণ্ডের মধ্যের সীমান্তে জেরুশালেমে প্রভুর মন্দির হবে|   
যোষেফের আশীর্বাদ 
  13 যোষেফের সম্বন্ধে মোশি বললেন:  
“প্রভু যোষেফের দেশকে আশীর্বাদ করুন|  
প্রভু তাদের মাথার উপরের আকাশ থেকে বৃষ্টি বর্ষান  
আর পায়ের তলার মাটি থেকে জল দিন|   
 14 সূর্য তাদের যেন ভাল ফল দেয়|  
প্রত্যেক মাসেই যেন উত্তম ফল হয়|   
 15 পুরাতন পর্বত সকল ও গিরিমালাগুলি যেন  
উত্তম উত্তম ফল দেয়|   
 16 পৃথিবী যেন তার উৎকৃষ্ট বিষয়গুলি যোষেফকে দেয়|  
যোষেফকে তার ভাইদের থেকে আলাদা করা হয়েছিল|  
তাই জ্বলন্ত ঝোপের প্রভু তাঁর উৎকৃষ্ট বিষয় সকল যোষেফকে দিন|   
 17 যোষেফ শক্তিশালী ষাঁড়ের মত|  
তার দুই পুত্র ষাঁড়ের দুই শিঙের মত|  
তারা অন্য জাতির লোকদের তাই দিয়ে আক্রমণ করবে  
এবং তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে নিয়ে যাবে|  
হ্যাঁ, সেই শিং দুইটি ইফ্রয়িমের দশ হাজার লোক  
এবং মনঃশির হাজার লোক|”   
সবূলূনের ও ইষাখরের আশীর্বাদ 
  18 সবূলূন সম্বন্ধে মোশি বললেন:  
“সবূলূন, আনন্দিত হও, যখন তুমি বাইরে যাও|  
ইষাখর, আনন্দিত হও, তোমার বাসের তাঁবুতে|   
 19 তারা লোকদের পর্বতে ডেকে নিয়ে যাবে|  
সেখানে তারা যথাযথ বলি উৎসর্গ করবে|  
তারা সমুদ্র থেকে সম্পদ  
এবং সমুদ্রতট থেকে গুপ্তধন আহরণ করবে|”   
গাদের জন্য আশীর্বাদ 
  20 গাদ সম্বন্ধে মোশি বললেন:  
“ঈশ্বরের প্রশংসা হোক্ যিনি গাদকে এক বিশাল ভুখণ্ড দিলেন!  
গাদ সিংহের মত, সে শুয়ে পড়ে অপেক্ষা করে|  
তারপর আক্রমণ করে পশুদের ছিন্ন ভিন্ন করে|   
 21 সে নিজের জন্য উত্তম অংশ মনোনীত করে  
রাজার মত নিজের অংশ নেয়|  
লোকদের নেতারা তার কাছে আসে|  
প্রভু যা ভাল বলেন সে তাই করে|  
সে ইস্রায়েলের লোকদের জন্য ন্যায় তাই করে|”   
দানের আশীর্বাদ 
  22 দান সম্বন্ধে মোশি বললেন:  
“দান সিংহ শাবক, সে বাশন থেকে লাফ দেয়|”   
নপ্তালির আশীর্বাদ 
  23 নপ্তালি সম্বন্ধে মোশি বললেন:  
“নপ্তালি তুমি অনেক উত্তম বিষয় পাবে|  
প্রভু সত্য সত্যই তোমায় আশীর্বাদ করবেন|  
গালীল হ্রদের দেশ তুমিই পাবে|”   
আশেরের আশীর্বাদ 
  24 আশের সম্বন্ধে মোশি বললেন:  
“পুত্রদের মধ্যে আশেরই সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত|  
সে তার ভাইদের মধ্যে প্রিয় হোক্, সে তার পা তেলে ধুয়ে নিক|   
 25 তোমার দরজায় লোহার ও তামার তৈরী তালা ঝুলবে|  
তোমার সমস্ত জীবনে তুমি হবে শক্তিমান|”   
মোশি ঈশ্বরের প্রশংসা করলেন 
  26 “হে যিশুরূণ, ঈশ্বরের মত আর কেউ নেই!  
ঈশ্বর তোমাকে সাহায্য করতে  
তাঁর গৌরবে মেঘে আরোহণ করে আকাশের মধ্য দিয়ে আসেন!   
 27 ঈশ্বর চিরজীবি|  
তিনিই তোমার নিরাপদ স্থান|  
ঈশ্বরের পরাক্রম চিরকাল স্থায়ী!  
তিনিই তোমাকে রক্ষা করেন|  
ঈশ্বর তোমার শত্রুকে তোমার দেশ ত্যাগ করতে বাধ্য করবেন|  
তিনি বললেন, ‘শত্রুকে ধ্বংস করো!’   
 28 সুতরাং ইস্রায়েল নিরাপদে বাস করবে,  
যাকোবের কূপ তাদেরই অধিকারে|  
তারা শস্যের ও দ্রাক্ষারসের দেশ পাবে|  
আর সেই দেশ পাবে প্রচুর বৃষ্টি|   
 29 ইস্রায়েল, তুমি আশীর্বাদপ্রাপ্ত,  
আর কোন জাতি তোমার মত নয়|  
প্রভু তোমার পরিত্রাণ সাধন করলেন|  
প্রভু ঢালের মত তোমাকে রক্ষা করেন|  
প্রভু শক্তিশালী তরবারির মত|  
তোমার শত্রুরা তোমায় ভয় পাবে  
এবং তুমি তাদের পবিত্র স্থানগুলি দখল করবে!”   
*33:12: প্রভু … করবেন আক্ষরিক অর্থে, “এবং এখন তিনি তাঁর দুই কাঁধের মধ্যে বাস করবেন|” এটি সম্ভবতঃ বোঝায় যে বিন্যামীন এবং যিহূদার ভূখণ্ডের মধ্যের সীমান্তে জেরুশালেমে প্রভুর মন্দির হবে|