26
যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি,
তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।
যেমন চড়ুইপাখি ঘুরে বেড়ায়,
দোয়েল উড়তে থাকে,
তেমনি অকারণে দেওয়া শাপ কাছে আসে না।
ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা,
আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।
নির্বোধকে উওর দিও না
এবং তার বোকামিতে যুক্ত হয়ো না,
পাছে তুমিও তারমত হও।
নির্বোধকে তার অজ্ঞানতা অনুসারে উওর দাও,
যাতে সে নিজের চোখে জ্ঞানবান না হয়।
যে নির্বোধের হাতে খবর পাঠায়,
সে নিজের পা কেটে ফেলে ও বিষ পান করে।
খোঁড়ার পা খুঁড়িয়ে চলে,
নির্বোধদের মুখে নীতিকথা সে রকম।
যেমন ফিঙ্গাতে পাথর বাধা,
তেমনি সেই জন, যে নির্বোধকে সম্মান করে।
মাতালের হাতে যে কাঁটা উঠে,
তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।
10 যে নির্বোধ এবং পথ চলতি লোককে,
যে শুধু আসে এবং চলে যায়,
কাজে নিযুক্ত করে ও বেতন দেয়,
সে সকলকে আহত করে।*মাতাল লোক
11 যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে,
তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে।
12 তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ?
তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।
13 অলস বলে, “পথে সিংহ আছে!
খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”
14 কব্জাতে যেমন কপাট ঘোরে,
তেমনি অলস তার বিছানার ওপর।
15 অলস থালায় হাত ডোবায়,
আবার মুখে তুলতে তার শক্তি থাকে না।
16 সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস
নিজের চোখে অনেক জ্ঞানবান।
17 যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে
সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়,
সে কুকুরের কান ধরে।
18 পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,
19 তেমনি সেই লোক,
যে প্রতিবেশীকে প্রতারণা করে,
আর বলে, আমি কি উপহাস করছি না?
20 কাঠ শেষ হলে আগুন নিভে যায়,
পরচর্চা না থাকলে ঝগড়ায় নিবৃত্ত হয়।
21 যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ,
তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে।
22 পরচর্চার কথা সুস্বাদু খাবারের মতো,
তা দেহের ভিতরে নেমে যায়।
23 জ্বলন্ত ঠোঁট ও দুষ্ট হৃদয় খাদ-রূপা
মাখানো মাটির পাত্রের মত।
24 যে ঘৃণা করে, সে ঠোঁটে ভাণ করে
এবং সে নিজের মধ্যে প্রতারণা জমিয়ে রাখে;
25 তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না,
কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে।
26 যদিও তার ঘৃণা ছলে ঢাকা,
তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে।
27 যে খাত ছোট, সে তার মধ্যে পড়বে;
যে পাথর গড়িয়ে দেয়,
তারই ওপরে তা ফিরে আসবে।
28 মিথ্যাবাদী জিভ যাদেরকে চূর্ণ করেছে,
তাদেরকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ ধ্বংস সাধন করে।

*26:10 মাতাল লোক