2
1 সদাপ্রভু এই কথা বলেন:
“মোয়াবের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে ইদোমের রাজার অস্থি
পুড়িয়ে ছাই করে দিয়েছিল,
2 তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব,
তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে।
মোয়াব রণনাদ ও তূরীধ্বনির সঙ্গে
মহা কোলাহলে প্রাণত্যাগ করবে।
3 আমি তার শাসককে ধ্বংস করব,
তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,”
সদাপ্রভু বলেন।
4 সদাপ্রভু এই কথা বলেন:
“যিহূদার তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে
এবং তাঁর বিধিবিধান পালন করেনি,
যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে,
যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,
5 তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব,
তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”
ইস্রায়েলের বিচার
6 সদাপ্রভু এই কথা বলেন:
“ইস্রায়েলের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
তারা রুপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে
এবং অভাবী মানুষকে এক জোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে।
7 তারা দীনদরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়,
যেমন মাটির উপরে ধুলোকে করা হয়
এবং নিপীড়িত ব্যক্তির ন্যায়বিচার অন্যথা করে।
বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে,
এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে।
8 বন্ধকের বিনিময়ে রাখা পোশাকের উপরে,
তারা প্রত্যেকটি বেদির পাশে শুয়ে থাকে।
তারা তাদের দেবতার গৃহে
জরিমানারূপে গৃহীত দ্রাক্ষারস পান করে।
9 “তবুও আমি তাদের সামনে সেই ইমোরীয়কে ধ্বংস করেছি,
যদিও সে সিডার গাছের মতো লম্বা ছিল
এবং ওক গাছের মতো শক্ত ছিল।
আমি উপরে তার ফল
ও নিচে তার মূল ধ্বংস করেছি।
10 আমি তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছি,
আর চল্লিশ বছর মরুপ্রান্তরে চালিত করেছি,
যেন তোমাদের ইমোরীয়দের দেশ দিতে পারি।
11 “আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে
ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি।
ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?”
সদাপ্রভু ঘোষণা করেন।
12 “কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে,
আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্বাণী না করে।
13 “তাহলে এখন, আমি তোমাদের পেষণ করব,
যেভাবে শস্যরাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট*ঘাস পিষ্ট করে।
14 দ্রুতগামী মানুষও পালাতে পারবে না,
শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না,
আর বীর যোদ্ধা তার প্রাণরক্ষা করতে পারবে না।
15 তিরন্দাজ দাঁড়াতে পারবে না,
দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না,
আর অশ্বারোহী তার প্রাণরক্ষা করতে পারবে না।
16 এমনকি, সব থেকে সাহসী যোদ্ধারাও
সেদিন নগ্ন হয়ে পলায়ন করবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।