10
জাতিসমূহের তালিকা 
  1 এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।   
যেফতীয়রা 
  2 যেফতের ছেলেরা*ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।:  
গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।   
 3 গোমরের ছেলেরা:  
অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।   
 4 যবনের ছেলেরা:  
ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।†কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম   5 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)   
হামাতীয়রা 
  6 হামের ছেলেরা:  
কূশ, মিশর, পূট ও কনান।   
 7 কূশের ছেলেরা:  
সবা, হবীলা, সব্তা, রয়মা ও সব্তেকা।  
রয়মার ছেলেরা:  
শিবা ও দদান।   
 8 কূশ সেই নিম্রোদের বাবা‡বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।   9 সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।”   10 শিনারে§অর্থাৎ, ব্যাবিলনিয়ায় অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্নী*অথবা, এরক ও অক্কদ—এসবই তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।   11 সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর†অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি, কেলহ   12 ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।   
 13 মিশর ছিলেন  
সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,   14 পথ্রোষীয়, কস্লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।   
 15 কনান ছিলেন  
তাঁর বড়ো ছেলে সীদোনের‡অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের, ও হিত্তীয়,   16 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,   17 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,   18 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।  
(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল   19 এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)   
 20 তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।   
শেমাতীয়রা 
  21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ§অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।   
 22 শেমের ছেলেরা:  
এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম।   
 23 অরামের ছেলেরা:  
ঊষ, হূল, গেথর, ও মেশক*1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ।   
 24 অর্ফক্ষদ হলেন শেলহের বাবা†অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা,  
এবং শেলহ এবরের বাবা।   
 25 এবরের দুটি ছেলের জন্ম হল:  
একজনের নাম দেওয়া হল পেলগ‡পেলগ শব্দের অর্থ বিভাজন, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।   
 26 যক্তন হলেন  
অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,   27 হদোরাম, ঊষল, দিক্ল,   28 ওবল, অবীমায়েল, শিবা,   29 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।   
 30 (পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)   
 31 তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।   
 32 তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।   
*10:2 ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।
†10:4 কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম
‡10:8 বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।
§10:10 অর্থাৎ, ব্যাবিলনিয়ায়
*10:10 অথবা, এরক ও অক্কদ—এসবই
†10:11 অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি
‡10:15 অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের
§10:21 অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন
*10:23 1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ
†10:24 অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা
‡10:25 পেলগ শব্দের অর্থ বিভাজন