5
ইস্রায়েলের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা
“যাজকেরা, তোমরা শোনো!
ইস্রায়েলীরা, তোমরা মনোযোগ দাও!
ওহে রাজকুল, তোমরাও শোনো!
তোমাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা এই:
তোমরা মিস্‌পাতে ফাঁদস্বরূপ ও
তাবোরে পাতা জালস্বরূপ হয়েছ।
বিদ্রোহীদের হত্যাকাণ্ডের মাত্রা অত্যন্ত গভীর,
আমি তাদের সকলকে শাস্তি দেব।
ইফ্রয়িম সম্পর্কে আমি সবকিছু জানি;
ইস্রায়েলও আমার কাছে গুপ্ত নয়।
ইফ্রয়িম, তুমি এখন বেশ্যাবৃত্তির গ্রহণ করেছ,
আর ইস্রায়েল হয়েছে কলুষিত।
 
“এদের কীর্তিকলাপ এদের ঈশ্বরের কাছে
ফিরে আসার জন্য এদের বাধা দেয়।
কারণ তাদের অন্তরে রয়েছে বেশ্যাবৃত্তির মনোভাব,
তারা সদাপ্রভুকে স্বীকার করে না।
ইস্রায়েলের ঔদ্ধত্য তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়;
ইস্রায়েলীরা, এমনকি ইফ্রয়িমও তাদের পাপে হোঁচট খায়;
এদের সঙ্গে যিহূদাও হোঁচট খেয়ে পড়ে।
তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে
সদাপ্রভুর অন্বেষণে যাবে,
তখন তারা তাঁর সন্ধান পাবে না;
তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত হয়েছে,
তারা অবৈধ সন্তানদের জন্ম দিয়েছে।
এখন তাদের অমাবস্যার উৎসবগুলি
তিনি তাদের ক্ষেত্রগুলিকে গ্রাস করবে।
 
“তোমরা গিবিয়াতে তূরীধ্বনি করো,
রামাতে বাজাও শিঙা।
বেথ-আবনে তোমরা রণনাদ করো;
বিন্যামীন, তুমি নেতৃত্ব দাও।
হিসেব চোকানোর দিনে
ইফ্রয়িম হবে জনশূন্য ও ধ্বংসস্থান পরিত্যক্ত।
আমি ইস্রায়েলের গোষ্ঠীসমূহের মধ্যে
যা নিশ্চিতরূপে ঘটবে তা ঘোষণা করেছি।
10 যিহূদার নেতারা তাদের মতো,
যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে।
বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে
ঢেলে দেব আমার ক্রোধ।
11 ইফ্রয়িম অত্যাচারিত হয়েছে,
বিচারে পদদলিত হয়েছে,
প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট।*হিব্রু ভাষায় এই বাক্যাংশটির প্রকৃত অর্থ অনিশ্চিত।
12 ইফ্রয়িমের কাছে আমি পোকার মতো,
যিহূদার লোকেদের কাছে পচনের মতো।
 
13 “ইফ্রয়িম যখন তার অসুস্থতা
ও যিহূদা তার ক্ষতগুলি দেখতে পেল,
তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে তাকালো
তাদের মহারাজের কাছে সাহায্য চেয়ে পাঠাল।
কিন্তু সে তোমাদের আরোগ্য সাধন
বা তোমাদের ক্ষতগুলি নিরাময় করতে অক্ষম।
14 কেননা আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব,
যিহূদার কাছে হব যুবসিংহের মতো।
আমি তাদের বিদীর্ণ করে চলে যাব;
আমি তাদের তুলে নিয়ে যাব, কেউ পারবে না তাদের উদ্ধার করতে।
15 তারপর আমি স্বস্থানে ফিরে যাব,
যতক্ষণ না তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
আর তারা আমার শ্রীমুখের অন্বেষী হবে
তাদের চরম দুর্দশায়
তারা আগ্রহভরে আমার অন্বেষণ করবে।”

*5:11 হিব্রু ভাষায় এই বাক্যাংশটির প্রকৃত অর্থ অনিশ্চিত।