31
সদাপ্রভু বলেন, “সেই সময়ে আমি হব ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।”
সদাপ্রভু এই কথা বলেন,
“যারা তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে,
তারা মরুপ্রান্তরে কৃপা লাভ করবে;
আর আমি এসে ইস্রায়েলকে বিশ্রাম দেব।”
বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন,
“আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি;
আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।
আমি তোমাদের আবার গড়ে তুলব
এবং হে কুমারী-ইস্রায়েল, তোমরা পুনর্নির্মিত হবে।
তোমরা আবার তোমাদের তম্বুরা তুলে নেবে
এবং আনন্দকারীদের সঙ্গে নৃত্য করতে যাবে।
তোমরা শমরিয়ার পাহাড়গুলির উপরে
আবার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে;
কৃষকেরা চারা রোপণ করে
তার ফল উপভোগ করবে।
একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে
প্রহরী চিৎকার করবে
‘এসো, আমরা সিয়োনে উঠে যাই,
আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’ ”
সদাপ্রভু এই কথা বলেন,
“যাকোব কুলের জন্য আনন্দগান করো;
সব জাতি থেকে অগ্রগণ্যের জন্য আনন্দধ্বনি করো।
তোমাদের প্রশংসা-রব শ্রুত হোক, তোমরা বলো,
‘হে সদাপ্রভু, তোমার প্রজাদের রক্ষা করো,
যারা ইস্রায়েলের অবশিষ্টাংশ।’
দেখো, আমি তাদের উত্তর দিকের দেশ থেকে নিয়ে আসব,
পৃথিবীর প্রান্তসীমা থেকে তাদের সংগ্রহ করব।
তাদের মধ্যে থাকবে অন্ধ ও খঞ্জেরা,
আসন্নপ্রসবা মা ও প্রসববেদনাগ্রস্ত নারীরা;
এক মহাসমাজ এখানে ফিরে আসবে।
তারা রোদন করতে করতে আসবে;
তাদের আমি ফিরিয়ে আনা মাত্র তারা প্রার্থনা করবে।
আমি তাদের জলস্রোতের তীরে চালিত করব,
তারা চলবে এমন এক সমান পথে, যেখানে হোঁচট খাবে না,
কারণ আমিই ইস্রায়েলের বাবা,
আর ইফ্রয়িম আমার প্রথমজাত সন্তান।
 
10 “হে জাতিগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো;
দূরবর্তী উপকূলগুলিতে এই কথা ঘোষণা করো,
‘যিনি ইস্রায়েলকে ছিন্নভিন্ন করেছিলেন, তিনি তাদের সংগ্রহ করবেন,
এবং পালকের মতো তাঁর পালের উপরে দৃষ্টি রাখবেন।’
11 কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করবেন
এবং তিনি তাদের চেয়েও শক্তিশালী লোকদের হাত থেকে তাদের মুক্ত করবেন।
12 তারা সিয়োনের উঁচু স্থানগুলিতে এসে আনন্দে চিৎকার করবে;
সদাপ্রভুর দেওয়া প্রাচুর্যের কারণে তারা উল্লসিত হবে,
শস্যদানা, নতুন দ্রাক্ষারস ও তেল,
পালের মেষশাবক ও গোবৎসদের জন্য।
তারা হবে উত্তমরূপে সেচিত উদ্যানের মতো,
তারা আর দুঃখ পাবে না।
13 তখন কুমারী-কন্যারা নৃত্য করবে ও আনন্দিত হবে,
যুবকেরা ও বৃদ্ধেরাও তা করবে।
আমি তাদের বিলাপ আনন্দে পরিণত করব;
দুঃখের পরিবর্তে আমি তাদের সান্ত্বনা ও আনন্দ দেব।
14 প্রাচুর্য দান করে আমি যাজকদের পরিতৃপ্ত করব,
আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
15 সদাপ্রভু এই কথা বলেন:
“রামা-নগরে এক স্বর শোনা যাচ্ছে,
হাহাকার ও তীব্র রোদনের শব্দ,
রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন,
তিনি সান্ত্বনা পেতে চান না,
কারণ তারা আর বেঁচে নেই।”
16 সদাপ্রভু এই কথা বলেন:
“তোমার কান্নার রব থামাও ও তোমার চোখের জল মুছে ফেলো,
কারণ তোমার কাজ পুরস্কৃত হবে,”
একথা সদাপ্রভু বলেন।
“তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
17 তাই তোমার ভবিষ্যতের আশা আছে,”
একথা সদাপ্রভু বলেন।
“তোমার ছেলেমেয়েরা স্বদেশে ফিরে যাবে।
 
18 “আমি নিশ্চিতরূপে ইফ্রয়িমের কাতরধ্বনি শুনেছি:
‘কোনো অবাধ্য বাছুরের মতো তুমি আমাকে শাসন করেছ,
আর আমি শাস্তি পেয়েছি।
আমাকে ফিরাও, তাহলে আমি ফিরে আসব,
কারণ তুমিই হলে সদাপ্রভু, আমার ঈশ্বর।
19 আমি বিপথগামী হওয়ার পর,
আমি অনুতাপ করেছি;
আমি সব বুঝতে পারলে
আমার বুক চাপড়ালাম।
আমি লজ্জিত ও অপমান বোধ করছিলাম
কারণ আমি আমার যৌবনের অপমান সহ্য করেছি।’
20 ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্র নয়?
সেই বালক কি আমাকে আনন্দ দান করে না?
যদিও আমি প্রায়ই তার বিরুদ্ধে কথা বলি,
আমি তবুও তাকে এখনও স্মরণ করি।
সেই কারণে আমার হৃদয় তার জন্য ব্যাকুল হয়;
তার জন্য আমার রয়েছে বিশাল সহানুভূতি,”
সদাপ্রভু এই কথা বলেন।
 
21 “তোমরা পথনির্দেশক চিহ্ন স্থাপন করো;
পথনির্দেশের ফলকগুলি লাগাও।
তোমরা যে রাজপথ ধরে যাবে,
সেই পথ স্মরণে রাখো।
হে কুমারী-ইস্রায়েল, ফিরে এসো,
তোমার নিজের নগরগুলিতে ফিরে এসো।
22 বিপথগামী ইস্রায়েল কন্যা,
তুমি কত কাল উদ্দেশ্যহীন ঘুরে বেড়াবে?
সদাপ্রভু এক নতুন বিষয় পৃথিবীতে সৃষ্টি করবেন,
একজন নারী একজন পুরুষকে রক্ষা করবে।”
23 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “আমি যখন তাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনি, যিহূদা ও তার নগরগুলির লোকেরা পুনরায় এই কথাগুলি ব্যবহার করবে, ‘হে ধার্মিকতার নিবাস, হে পবিত্র পর্বত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’ 24 যিহূদা ও তার সমস্ত নগরে, লোকেরা একসঙ্গে বসবাস করবে, কৃষকেরা ও যারা তাদের পশুপাল নিয়ে ঘুরে বেড়ায়, তারা সকলে করবে। 25 আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব।”
26 এতে আমি জেগে উঠে চারপাশে তাকালাম। আমার নিদ্রা আমার কাছে আরামদায়ক ছিল।
27 সদাপ্রভু বলেন, “সেই দিনগুলি আসন্ন, যখন আমি মানুষের বংশধর ও পশুদের দিয়ে ইস্রায়েলের কুল ও যিহূদার কুলকে প্রতিষ্ঠিত করব। 28 যেভাবে আমি তাদের উপর দৃষ্টি রেখে তাদের উৎপাটন করেছি ও ছিঁড়ে ফেলেছি, তাদের ছুঁড়ে ফেলেছি, ধ্বংস ও বিপর্যয় নিয়ে এসেছি, সেভাবেই আমি তাদের রোপণ ও গঠন করার প্রতিও দৃষ্টি দেব,” সদাপ্রভু এই কথা বলেন। 29 “ওই সমস্ত দিনে লোকেরা আর বলবে না,
“ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন,
তাই সন্তানদের দাঁত টকে গেছে।’
30 পরিবর্তে, সকলে তাদের নিজের নিজের পাপের জন্যই মরবে; যে টক আঙুর খাবে, তারই দাঁত টকে যাবে।
31 “সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,
“যখন আমি ইস্রায়েলের কুল
ও যিহূদার বংশধরদের সঙ্গে,
একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা
নিয়মের মতো হবে না,
যখন আমি তাদের হাত ধরে
মিশর থেকে বের করে এনেছিলাম,
কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল,
যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,”
সদাপ্রভু এই কথা বলেন।
33 “সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,”
সদাপ্রভু এই কথা বলেন,
“আমি তাদের মনে আমার বিধান দেব
এবং তাদের হৃদয়ে তা লিখে দেব।
আমি তাদের ঈশ্বর হব
আর তারা আমার প্রজা হবে।
34 কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না
বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’
কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত,
তারা সবাই আমার পরিচয় পাবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
“কারণ আমি তাদের পাপ ক্ষমা করব
এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
35 সেই সদাপ্রভু এই কথা বলেন,
যিনি দিনের বেলা সূর্যকে
আলো দেওয়ার জন্য নিয়োগ করেন,
এবং রাতের বেলায় করেন
চাঁদ ও নক্ষত্রপুঞ্জকে,
যিনি সমুদ্রকে আলোড়িত করলে
তার তরঙ্গমালা গর্জন করে—
বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম:
36 “কেবলমাত্র এসব বিধিবিধান যদি আমার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়,”
সদাপ্রভু ঘোষণা করেন,
“তাহলে ইস্রায়েলের বংশধরেরাও
আমার সামনে আর জাতিরূপে অবশিষ্ট থাকবে না।”
37 সদাপ্রভু এই কথা বলেন:
“যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায়
এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়,
তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে,
তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,”
সদাপ্রভু এই কথা বলেন।
38 “সেই দিনগুলি আসন্ন,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত আমার জন্য এই নগরটি পুনর্নির্মিত হবে। 39 পরিমাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এবং তারপর গোয়ার দিকে ঘুরে যাবে। 40 সমস্ত উপত্যকাটি, যেখানে মৃতদেহ ও ভস্ম নিক্ষেপ করা হয় এবং পূর্বদিকে কিদ্রোণ উপত্যকা থেকে অশ্ব-ফটকের কোণ পর্যন্ত সমস্ত ক্ষেত্রটি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে। এই নগর আর কখনও উৎপাটিত বা ধ্বংস করা হবে না।”