28
সোর নিজেকে ঈশ্বরের মতন মনে করে
প্রভুর বাক্য আমার কাছে এল; তিনি বললেন, “মনুষ্যসন্তান, সোরের শাসককে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন:
 
“ ‘তুমি ভীষণ গর্বিতমনা!
বলে থাক, “আমি দেবতা!’ ”
আমি সমুদ্রের মাঝে
দেবতাদের আসনে বসি|”
 
“ ‘কিন্তু তুমি ঈশ্বর নও, মানুষ!
তুমি কেবল নিজেকে দেবতা ভাব|
তুমি নিজেকে দানিয়েলের চেয়েও জ্ঞানী মনে কর!
মনে কর সব গুপ্ত বিষয় তুমি বের করতে পার!
দর্শন ও জ্ঞান দ্বারা
তুমি তোমার ধন উপার্জন করেছ|
তোমার ধনভাণ্ডারে সোনা ও রূপো জমা করেছ|
তোমার মহা প্রজ্ঞা ও ব্যবসা দ্বারা
তুমি ধনসম্পত্তি বাড়িয়েছ|
আর এখন ঐসব ধনের জন্য তোমার মন গর্বিত|”
 
“ ‘তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন:
সোর তুমি নিজেকে দেবতার মত মনে করতে|
আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বিদেশীদের আনব|
তারা জাতিগণের মধ্যে বড় ভয়ঙ্কর|
তারা খাপ থেকে তরবারি টেনে বের করবে
এবং তোমার সুন্দর জিনিসগুলির ওপর, যেগুলি তোমার প্রজ্ঞা থেকে অর্জিত, তার ওপর ব্যবহার করবে|
তারা তোমার গৌরবও ধ্বংস করে দেবে|
তারা তোমায় টেনে কবরে নামাবে|
তুমি সমুদ্রে মারা গেছে এমন নাবিকের মত হবে|
সেই ব্যক্তি তোমায় হত্যা করবে|
তাও কি তুমি বলবে, “আমি দেবতা?”
না! সে তোমাকে তার শক্তির অধীন করবে|
তুমি দেখতে পাবে যে তুমি ঈশ্বর নও – মানুষ!
10 তোমার সঙ্গে বিদেশীদের* মত আচরণ করা হবে
এবং তুমি অপরিচিতদের মধ্যে মারা যাবে|
এই সমস্ত ঘটনাগুলো ঘটবে
কারণ আমি এরকমই আজ্ঞা দিয়েছিলাম!”
প্রভু আমার সদাপ্রভু এই সব বলেছেন|
 
11 প্রভুর এই বাক্য আমার কাছে এল| তিনি বললেন, 12 “মনুষ্যসন্তান, সোরের রাজাকে নিয়ে এই শোকের গানটা গাও| তাকে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন:
 
“ ‘তুমি একজন আদর্শবান লোক ছিলে,
প্রজ্ঞায় পূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর|
13 তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে|
তোমার কাছে সব ধরণের মূল্যবান পাথর
চুনি, পীতমনি, হীরে,
বৈদুর্য্যমণি গোমেদক সূর্যকান্ত,
নীলকান্ত, হরিম্মণি ও মরকত ছিল|
প্রতিটি পাথরই স্বর্নখচিত ছিল|
তোমার সৃষ্টির দিনে তুমি ঐ সৌন্দর্য্যে ভূষিত হয়েছিলে|
14 আমি বিশেষ ভাবে তোমার জন্যই একজন করূবকে
তোমার একজন অভিভাবক হিসেবে নিযুক্ত করেছিলাম|
আমি তোমাকে ঈশ্বরের পবিত্র পর্বতের ওপর স্থাপন করেছিলাম|
আগুনের মত চকচকে ঐ মণি মানিক্যের মধ্যে দিয়ে তুমি যাতায়াত করতে|
15 তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তখন তুমি ধার্মিক ও সৎ‌ ছিলে|
কিন্তু তারপর তোমার মধ্যে দুষ্টতা পাওয়া গেল|
16 তুমি ব্যবসা করে বিরাট ধন লাভ করলে|
কিন্তু তা তোমাকে হিংস্র করে তুলল এবং তুমি পাপ করলে|
তাই আমি তোমাকে একটি অশুচি বস্তুর মত ব্যবহার করলাম|
আমি তোমাকে ঈশ্বরের পর্বত হতে ছুঁড়ে ফেললাম|
তুমি করূব দূতদের বিশেষ একজন ছিলে|
তোমার ডানা আমার সিংহাসন ঢেকে রাখত|
কিন্তু আমি তোমাকে আগুনের মত চক্মক্কারী
ঐ মণি মানিক্য থেকে জোর করে বের করে দিলাম|
17 তোমার সৌন্দর্যই তোমাকে গর্বিত করেছিল|
তোমার গৌরবই তোমার প্রজ্ঞা নষ্ট করল
তাই আমি তোমাকে মাটিতে আছাড় মারলাম|
এখন অন্য রাজারা তোমার দিকে তাকিয়ে দেখে|
18 অসাধু ব্যবসায়ী হিসাবে তুমি বহু অন্যায় কাজ করেছিলে|
এই ভাবে পবিত্রস্থানগুলি অশুচি করলে|
তাই আমি তোমার মধ্যে থেকেই আগুন বার করলাম|
আর তা তোমাকে জ্বালিয়ে দিল
ও তুমি পুড়ে ছাই হলে|
আর এখন সবাই তোমার লজ্জা দেখতে পাচ্ছে|
 
19 তোমার যা অবস্থা হল
তা দেখে অন্য জাতির লোকরা বিস্মিত|
তুমি লক্ষ্য করেছিলে, ভয় পেয়ে গিয়েছিলে
এবং শেষ হয়ে গিয়েছিলে|’ ”
সীদোন সম্বন্ধে বার্তা
20 প্রভুর বাক্য আমার কাছে এল; তিনি বললেন, 21 “মনুষ্যসন্তান, সীদোনের দিকে তাকিয়ে আমার হয়ে সেই স্থানের বিরুদ্ধে কথা বল| 22 বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন:
 
“ ‘সীদোন আমি তোমার বিরুদ্ধে!
তোমার লোকেরা আমায় সম্মান করতে শিখবে!
আমি সীদোনকে শাস্তি দেব|
তখন লোকে জানবে যে আমিই প্রভু, আমিই পবিত্র|
আর সেই ভাবে আমার সঙ্গে ব্যবহার করবে|
23 আমি সীদোনে রোগ ও মৃত্যু পাঠাব
আর শহরের মধ্যে বহু লোক মারা যাবে|
খড়্গ শত্রু সৈন্য শহরের বাইরের বহু লোককেও হত্যা করবে|
তখন তারা জানবে যে আমিই প্রভু!’
ইস্রায়েল জাতিকে দেখে আর কেউ হাসবে না
24 “ ‘ইস্রায়েলের চার ধারের দেশগুলো যারা তাদের ঘৃণা করেছিল, তারা ইস্রায়েলকে আঘাত করতে আর জ্বালাজনক হুল বা কাঁটার মত হবে না| তখন তারা জানবে যে আমিই প্রভু, তাদের সদাপ্রভু|’ ”
25 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি ইস্রায়েলের জনগণকে অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমিই আবার তাদের পরিবারকে একত্র করব| তখন ঐ জাতিরা জানবে যে কেবল আমিই পবিত্র এবং আমার সাথে সেই অনাসারে ব্যবহার করবে| আমি আমার দাস যাকোবকে যে দেশ দিয়েছিলাম, ইস্রায়েলের জনগণ তখন সেই দেশে বাস করবে| 26 তারা সেই দেশে নিরাপদেই বাস করবে, ঘরবাড়ী বানাবে ও দ্রাক্ষা গাছ লাগাবে| চার পাশের যে জাতিরা তাদের ঘৃণা করত, আমি তাদের শাস্তি দেব| তখন ইস্রায়েলবাসী নিরাপদে বাস করবে, আর জানবে যে আমিই তাদের প্রভু ও ঈশ্বর|”
* 28:10 বিদেশী আক্ষরিক অর্থে, “যার সুন্নৎকরণ হয়নি|”