65
লোকরা ঈশ্বর সম্পর্কে জানবে
1 প্রভু বলেন, “যারা আমার কাছে উপদেশ নিতে আসেনি আমি তাদেরও সাহায্য করেছি| আমাকে যারা পেয়েছে তারা কেউ আমার দিকে তাকিয়ে ছিল না| আমি একটা জাতির সঙ্গে কথা বলেছিলাম যারা আমার নামে নামাঙ্কিত নয়| আমি বলেছিলাম, ‘আমি এখানে! আমি এখানে!’
2 “যারা আমার বিরুদ্ধে গিয়েছিল এমন লোকদের গ্রহণ করার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম| তারা আমার কাছে আসুক – আমি তাদের অপেক্ষায় ছিলাম| কিন্তু তারা আমার কাছ থেকে দূরে ছিল| তারা অসৎ পথে জীবনযাপন চালিয়ে গিয়েছিল| তাদের হৃদয় যা করতে চেয়েছিল তারা তাই করেছিল|
3 তারা আমার সামনে আমাকে সর্বদা রুদ্ধ করেছিল| তারা তাদের বিশেষ বাগানে পশুবলি দিত ও ধূনো জ্বালাত|
4 তারা কবরস্থানে বসে থাকে| তারা মৃত মানুষদের কাছ থেকে ভাল বার্তা পাবার জন্য প্রতীক্ষায় থাকত| মৃতদের সঙ্গেও তারা বসবাস করত| তারা শুয়োরের মাংস খেত| তাদের ছুরি ও কাঁটাচামচ বাজে মাংস খেয়ে নোংরা হয়ে গিয়েছিল|
5 কিন্তু তারা অন্যদের বলত, ‘আমার কাছে আসবে না! আমি যতক্ষণ না তোমাদের পরিষ্কার করছি ততক্ষণ তোমারা আমাকে স্পর্শ করবে না|’ এরা আমার চোখে ধোঁয়ার মত এবং এদের আগুন সর্বদাই জ্বলে|”
ইস্রায়েলকে শাস্তি পেতেই হবে
6 “দেখ, এখানে হিসাব আছে| মেটাতে হবে| হিসাব অনুযায়ীতুমি তোমার পাপের জন্য দোষী| এই হিসাব না মেটানো পর্যন্ত আমি শান্ত হব না এবং তোমাকে শাস্তি দিয়েই হিসাব পরিশোধ করব|”
7 তোমার ও তোমার পিতার পাপ সবই সমান| প্রভু বলেন, “পর্বতের ওপর ধূপ জ্বালাবার সময় তোমাদের পিতারা পাপ করেছে| তারা ঐ পর্বতগুলোর ওপর আমায় অবমাননা করেছে| এবং আমিই প্রথম যে তাদের শাস্তি দিয়েছিলাম| আমি তাদের উচিৎ প্রাপ্য শাস্তি দিয়েছিলাম|”
8 প্রভু বলেন, “দ্রাক্ষাতে যখন নতুন সুরা থাকে মানুষ তখন তা বের করে নেয়| কিন্তু তারা দ্রাক্ষাগুলিকে পারোপরি ধ্বংস করে না| তারা এই সব করে কারণ দ্রাক্ষা এরপরেও ব্যবহার করা যায়| আমি আমার দাসদের প্রতি ঠিং একই জিনিষ করব| তাদের আমি পারোপুরি ধ্বংস করবো না|
9 যাকোবের (ইস্রায়েল) কিছু লোককে আমি রক্ষা করব| যিহূদার কিছু মানুষ আমার পাহাড় পাবে| আমার দাসরা সেখানে বাস করবে| আমি পছন্দ করে ঠিং করব কারা ওখানে বাস করবে|
10 তখন পলেষ্টীয় সংলগ্ন শারোণ উপত্যকা হবে মেষদের মাঠ| জেরুশালেমের উত্তরের দশ মাইল আখোর উপত্যকা হবে গরুর পালের বিশ্রামস্থল| এই সব হবে আমার লোকদের জন্য – যেসব লোকরা আমার খোঁজ করে|
11 “কিন্তু তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তোমরা শাস্তি ভোগ করবে| তোমরা আমার পবিত্র সিয়োন পর্বতের কথা ভুলে গিয়েছো| তোমরা “ভাগ্য” ও “অদৃষ্ট” মূর্ত্তিগুলোকে পজৈো করতে শুরু করেছিলে| তোমরা তাদের নৈবেদ্য দিয়েছিলে|
12 কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ নির্ণয করেছি| তোমরা তরবারির দ্বারা শেষ হবে| তোমরা সবাই খুন হবে| কেন? কারণ আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দিতে অস্বীকার করেছিলে! আমি কথা বললেও তোমরা শোন নি| আমি যে সব কাজকে অপংর্ম বলেছিলাম তোমরা সেগুলিই করেছো| আমি যা পছন্দ করি না তাই তোমরা করবে বলে ঠিং করেছিলে|”
13 তাই প্রভু, আমার সদাপ্রভু বলেন,
“যদিও আমার দাসরা খাবে,
তোমরা ক্ষুধার্ত থেকে যাবে|
আমার দাসরা পান করতে পারলেও
তোমরা তৃষ্ণার্ত থাকবে|
আমার দাসরা সুখী হলেও
তোমরা দুষ্ট লোকরা লজ্জিত হবে|
14 আমার দাসরা আনন্দে মাতোহারা হবে
কিন্তু তোমরা দুঃখে কেঁদে ভাসাবে|
তোমাদের হৃদয় ভেঙ্গে যাবে
এবং তোমরা খুবই দুঃখিত হবে|
15 তোমাদের নাম আমার দাসদের কাছে বাজে শব্দের মতো শোনাবে|”
আমার প্রভু ঈশ্বর তোমাদের হত্যা করবেন|
আর তাঁর দাসদের দেবেন নতুন নাম|
16 লোকে এখন পৃথিবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করছে|
কিন্তু ভবিষ্যতে তারা আশীর্বাদ চাইবে আস্থাবান ঈশ্বরের কাছে|
এখন যারা পৃথিবীর নাম নিয়ে কোন প্রতিশ্রুতি করেছে
তারা ভবিষ্যতে ঈশ্বরের নামে প্রতিশ্রুতি করবে|
কেন? কারণ, অতীতের সমস্যার কথা সবাই ভুলে যাবে|
তারা আমার চক্ষুর অন্তরালে আছে|
একটি নতুন সময় আসছে
17 “আমি নতুন পৃথিবী ও নতুন স্বর্গ তৈরী করব|
লোকরা অতীতের কথা মনে রাখবে না|
সেই সব কথা তারা মোটেই চিন্তা করবে না|
18 আমার লোকরা সুখী হবে এবং এখন থেকে চিরকাল তারা আনন্দ করবে|
কেন? আমি তাই করব, জেরুশালেমকে আমি তৈরী করব আনন্দ নগরী
এবং সেখানকার লোকদের আমি করব খুব সুখী|
19 “তারপর জেরুশালেমের জন্য আমিও সুখী হব|
আমি আমার নিজের লোকদের জন্য সুখী হব|
শহরে আর কোন কান্না অথবা কান্নার শব্দ
এবং দুঃখ থাকবে না|
20 দু-চারদিনের আয়ু নিয়ে কোন শিশু জন্মাবে না|
অল্প সময় বেঁচে থেকে কেউই মরবে না|
প্রতিটি শিশু ও বৃদ্ধ বহু বহু বছর বাঁচবে| 100 বছর বেঁচে থাকার পরও যে কোন ব্যক্তিকে যুবকদের মত লাগবে|
একজন লোক যদি 100 বছর বয়স পর্যন্ত না বাঁচে লোকে তাকে অভিশপ্ত মানুষ বলে বিবেচনা করবে|
21 “শহরে কেউ যদি বাড়ি বানায় সে সেই বাড়িতে বসবাস করতে পারবে|
কেউ যদি বাগানে দ্রাক্ষা চাষ করে তবে সে সেই দ্রাক্ষা ফল খেতে পারবে|
22 আর কখনও এমন হবে না যে একজন বাড়ী তৈরী করবে
আর অন্য জন তাতে বাস করবে|
আর কখনও এমন হবে না যে একজন বাগান তৈরী করবে
আর অন্য জন তার ফল খাবে|
আমার লোকরা গাছের মত দীর্ঘ জীবন পাবে|
আমার মনোনীত লোকরা যা কিছু করবে তা উপভোগ করবে|
23 একটি মৃত শিশুকে জন্ম দেবার জন্য
মহিলারা আর কখনও প্রসব যন্ত্রনা ভোগ করবে না|
শিশুর জন্ম দিতে গিয়ে মহিলারা প্রসব যন্ত্রণায় আর ভীত হবে না|
প্রভু আমার সব লোকদের ও তাদের শিশুদের আশীর্বাদ করবেন|
24 তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা
এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে|
25 নেকড়ে বাঘ এবং মেষশাবক একসঙ্গে খাবে|
সিংহ ছোট্ট বলদের সঙ্গে একসঙ্গে বিচালি খাবে|
আমার পবিত্র পর্বতে সাপ থাকলেও সে কাউকে কামড়াবে না|
এমনকি কারও ভয়েরও কারণ হবে না|”
এই সব প্রভু বলেছেন|