124
মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের রচিত একটি গীত| 
 
1 যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত?  
হে ইস্রায়েল, আমাকে উত্তর দাও|   
2 যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো,  
তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত?   
3 যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো,  
তখন হয়তো তারা আমাদের জ্যান্ত গিলে ফেলত|   
4 আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে যেতো,  
নদীর মত ডুবিয়ে দিয়ে যেতো|   
5 ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত  
এবং আমাদের ডুবিয়ে দিত|   
   
 
6 প্রভুর প্রশংসা কর!  
প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি|   
   
 
7 আমরা সেই পাখির মত, যে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো|  
জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম|   
8 প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে|  
প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন|