126
মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত|
সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন,
সেই সময় যেন স্বপ্নের মতই ছিলো!
আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম!
তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো,
“ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন|”
হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমৎ‌‌কার জিনিসগুলি করেছেন এবং এই বিষয়ে আমরা খুশী|
 
হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত
আমাদের ভাগ্য* ফিরিয়ে দিন|
কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে|
কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়|
যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে|
কিন্তু যখন সে শস্য ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিৎকার করবে!
 
* 126:4 ভাগ্য অথবা “আমাদের, যাদের বন্দী হিসেবে নেওয়া হয়েছিল|”