129
মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত| 
 
1 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো|  
হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল|   
2 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো|  
কিন্তু তারা কখনই জয়ী হয় নি|   
3 আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল|  
আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল|   
4 কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন|  
আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন|   
5 যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে|  
যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে|   
6 ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত|  
সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়|   
7 কজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না|  
এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না|   
8 পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন|”  
ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি|”