148
1 প্রভুর প্রশংসা কর!  
হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!   
2 তোমরা সব দূতগণ, প্রভুর প্রশংসা কর!  
তাঁর সেনাবাহিনীরা প্রভুর প্রশংসা কর!   
3 চন্দ্র ও সূর্য প্রভুর প্রশংসা কর|  
আকাশের তারকাগণ এবং আলো তাঁর প্রশংসা কর!   
4 স্বর্গের উচ্চতম স্থানে প্রভুর প্রশংসা কর!  
হে আকাশের উর্দ্ধের জলরাশি, তাঁর প্রশংসা কর!   
5 প্রভুর নামের প্রশংসা কর|  
কারণ ঈশ্বর আদেশ দিয়েছিলেন এবং তাই প্রতিটি বস্তু অস্তিত্ব পেয়েছে!   
6 চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এই সব সৃষ্টি করেছেন|  
ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন|   
7 পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে!  
মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর!   
8 আগুন ও শিলাবৃষ্টি, তুষার এবং ধোঁয়া,  
এবং ঝোড়ো বাতাস সবই ঈশ্বর সৃষ্টি করেছেন|   
9 ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন,  
ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন|   
10 সমস্ত প্রাণী ও গবাদি পশু এবং সরীসৃপ ও পাখি সৃষ্টি করেছেন|   
11 ঈশ্বরই পৃথিবীতে রাজাগণকে এবং জাতিগণকে সৃষ্টি করেছেন|  
ঈশ্বরই নেতাদের ও বিচারকদের সৃষ্টি করেছেন|   
12 ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন|  
ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন|   
13 প্রভুর নামের প্রশংসা কর|  
চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর!  
পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে,  
তারা সবাই প্রভুর প্রশংসা কর!   
14 ঈশ্বর তাঁর মানুষদের শক্তিশালী করবেন|  
লোক ঈশ্বরের অনুগামীদের প্রশংসা করবে|  
লোকে ইস্রায়েলের প্রশংসা করবে|  
ওরা সেই লোক যাদের জন্য ঈশ্বর লড়াই করেন, প্রভুর প্রশংসা কর!