15
দায়ূদের একটি গীত| 
 
   
 
1 প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে?  
কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?   
2 একমাত্র তারাই পারে যারা পবিত্রভাবে জীবনযাপন করে, সৎ কাজ করে,  
এবং তাদের অন্তর থেকে সত্য কথা বলে,  
তারাই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে|   
3 এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না|  
তারা তাদের প্রতিবেশীদের আঘাত করবার জন্য কোন কাজ করে না|  
তারা তাদের খুব কাছের মানুষ সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না|   
   
 
4 ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না|  
কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে|  
যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে,  
তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে|   
5 যদি তারা কাউকে টাকা ধার দেয়,  
তারা সেই ঋণের জন্য সুদ চায় না|  
এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায়  
তবু তারা সে কাজ করতে অস্বীকার করে|  
   
 
যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে|