40
পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত| 
 
1 আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন|  
তিনি আমার ডাক শুনেছেন|   
2 তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন|  
তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন|  
তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন|  
তিনি আমার পদস্খলন হতে দেন নি|   
3 প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন,  
সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি|  
বহুলোক দেখতে পাবে আমার কি হবে  
এবং তারা ঈশ্বরের উপাসনা করবে| তাঁরা প্রভুকে বিশ্বাস করবে|   
4 সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে|  
যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে|   
5 প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য্য কার্য করেছেন!  
আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে|  
কোন লোকই তার সব তালিকা করতে পারবে না!  
আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না|   
   
 
6 আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন|  
হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন|  
আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি|  
আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না|  
কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু|   
7 তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন|  
আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে|   
8 হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই|  
আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই|”   
9 মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি|  
এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না|   
10 আপনার কৃত মহৎ কীর্তি সম্পর্কে আমি বলেছি|  
আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি|  
প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে|  
আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি|   
11 তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না!  
আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন|   
   
 
12 মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে|  
তাদের গুনে শেষ করা যাবে না!  
আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি|  
আমি তা থেকে পালাতে পারছি না|  
আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশী|  
আমি সাহস হারিয়েছি|   
13 প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান!  
প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!   
14 ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে|  
প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন|  
ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে|  
ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায়!   
15 ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে|  
ঐসব লোক যেন অবমাননায় বোবা হয়ে যায়!   
16 কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়|  
তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে| অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”   
   
 
17 প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ|  
আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন|  
হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!