43
1 হে ঈশ্বর, একজন লোক আছে যে আপনার একনিষ্ঠ ভক্ত নয়|  
সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী|  
হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন!  
আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন যে আমি নির্দোষ|   
2 ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ!  
প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন?  
কেন আমি আমার পীড়নকারী  
শত্রুর হাতে এত বিপর্যস্ত হবো?   
3 হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্|  
আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে|  
ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে|  
ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে|   
4 আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো|  
আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন|  
ঈশ্বর, হে আমার ঈশ্বর,  
আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো|   
   
 
5 কেন আমি এত দুঃখিত?  
কেন আমি এত অবসন্ন?  
আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ|  
আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব|  
তিনি আমায় রক্ষা করবেন!