59
পরিচালকের প্রতি: “বিনাশ করো না|” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম যখন শৌল দায়ূদকে হত্যা করবার জন্য তাঁর বাড়ীতে লোক পাঠিয়েছিলেন| 
 
1 ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন|  
যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন|   
2 সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন|  
ঐসব খুনীদের হাত থেকে আমায় রক্ষা করুন|   
3 দেখুন শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে|  
যদিও আমি কোন পাপ বা অপরাধ করিনি  
তবুও ওরা আমায় হত্যা করার জন্য অপেক্ষা করছে|   
4 আমি কোন ভুল করি নি কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে|  
প্রভু, উঠুন এবং এসে আমায় সাহায্য করুন| দেখুন কি ঘটছে|   
5 প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর!  
উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন|  
ঐসব বদ বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না|   
   
 
6 ঐসব লোকরা কুকুরের মত  
যারা সন্ধ্যা বেলায় ক্রুদ্ধ গর্জন করতে করতে  
এবং রাস্তায় ঘুরতে ঘুরতে শহরে আসে|   
7 ওদের হুমকি ও অপমান শুনুন|  
ওরা ঐসব নির্মম কথাগুলো বলছে|  
কিন্তু ওরা খেয়াল করে না কারা তা শুনছে|   
   
 
8 প্রভু ওদের আপনি উপহাস করুন|  
ওদের সকলকে বিদ্রূপ করুন|   
9 আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করবো|  
ঈশ্বর, উঁচু পর্বতে আপনিই আমার নিরাপদ স্থান|   
10 ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন|  
তিনি আমায় শত্রুদের পরাজিত করতে সাহায্য করবেন|   
11 হে ঈশ্বর, ওদের নিছক হত্যা করবেন না, নতুবা আমার লোকেরা তাদের ভুলে যেতে পারে| কে তাদের জয় এনে দিয়েছে?  
হে আমার প্রভু এবং রক্ষাকারী, আপনার ক্ষমতা বলে ওদের আপনি পরাজিত করুন| ছত্রভঙ্গ করুন|   
12 ঐসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়|  
ওরা যা বলেছে তার জন্য ওদের শাস্তি দিন|  
ওদেরই দম্ভের ফাঁদে ওদের পড়তে দিন|   
13 আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন|  
ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন!  
সারা পৃথিবীকে বুঝতে দিন যে স্বয়ং ঈশ্বর ইস্রায়েলে শাসন করছেন!   
   
 
14 ঐসব মন্দ লোক, ঘেউ ঘেউ করা ভ্রাম্যমান কুকুরের মত,  
রাতের বেলায় শহরে এসেছে|   
15 তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোন খাবার পাবে না,  
রাতে বিশ্রাম করবার জন্যও কোন জায়গা তারা খুঁজে পাবে না|   
16 কিন্তু সকালে, আমি আপনার প্রশংসা গান গাইবো|  
আমি আপনার প্রেমে আনন্দ উল্লাস করবো|  
কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল|  
সংকট এলে আমি আপনার কাছে ছুটে যেতে পারবো|   
17 আপনার প্রশংসা করে আমি গান গাইবো| কেন?  
কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল|  
আপনি সেই ঈশ্বর যিনি আমায় ভালোবাসেন!