6
পরিচালকের প্রতি: শমীনীৎসহ তারবাদ্য গাইবার জন্য দায়ূদের একটি গীত| 
 
1 হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না|  
মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|   
2 প্রভু, আমার প্রতি সদয় হোন,  
আমি দুর্বল এবং অসুস্থ|  
আমায় সুস্থ করে দিন  
কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|   
3 প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে|  
প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?   
4 প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন|  
আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন|   
5 মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না|  
মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না|  
তাই আমায় সুস্থ করে দিন!   
   
 
6 হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে  
আমি নিজেকে ক্ষয় করেছি|  
আমার চোখের জলে  
আমার বিছানা ভিজে গেছে|   
7 আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে  
তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে|   
   
 
8 মন্দ লোকরা, তোমরা চলে যাও|  
কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|   
9 প্রভু আমার বিনতি শুনেছেন|  
প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|   
   
 
10 আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে|  
হঠাৎ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে|