62
সঙ্গীত পরিচালকের প্রতি: যিদূথূনের উদ্দেশ্যে দায়ূদের একটি গীত| 
 
1 যাই ঘটুক না কেন, ঈশ্বর আমায় উদ্ধার করবেন এই আশায় আমার আত্মা ধৈর্য্য ধরে অপেক্ষা করছে|  
আমার পরিত্রাণ একমাত্র তাঁর কাছ থেকেই আসবে|   
2 হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ|  
ঈশ্বর আমায় রক্ষা করেন|  
উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল|  
আমার মস্ত বড় শত্রুও আমায় পরাজিত করতে পারবে না|   
   
 
3 কতক্ষণ তোমরা আমায় আক্রমণ করবে?  
আমি একটা ঝুঁকে পড়া দেওয়ালের মত|  
আমি একটা ভগ্ন প্রায় বেড়ার মত|   
4 আমার গুরুত্ব থাকা সত্ত্বেও  
ঐসব লোক আমার বিনাশের পরিকল্পনা করছে|  
আমার সম্পর্কে মিথ্যা বলে ওরা আনন্দ পায়|  
জনসমক্ষে ওরা আমার সম্পর্কে ভাল কথা বলে  
কিন্তু গোপনে আমায় অভিশাপ দেয়|   
   
 
5 আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে!  
ঈশ্বর আমার একমাত্র আশা|   
6 ঈশ্বরই আমার দুর্গ| ঈশ্বরই আমায় রক্ষা করেন|  
উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল|   
7 আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে|  
তিনিই আমার দৃঢ় দুর্গ| তিনিই আমার নিরাপদ আশ্রয়স্থল|   
8 হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো|  
তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বল|  
ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল|   
   
 
9 প্রকৃতপক্ষে লোকজন কোন সাহায্য করতে পারে না|  
প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের ওপর নির্ভর করতে পারবে না|  
ঈশ্বরের সঙ্গে তুলনা করলে,  
ওরা একটি বাতাসের ফুত্কার ছাড়া আর বেশী কিছু নয়|   
10 জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমার ক্ষমতার ওপর বিশ্বাস কর না|  
একদম ভেবো না যে চুরি করে কিছু নিয়ে লাভবান হবে|  
যদি তুমি ধনী হও,  
তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমায় সাহায্য করবে|   
11 ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার ওপর তুমি নির্ভর করতে পারো এবং আমি তা বিশ্বাস করি|  
“একমাত্র ঈশ্বরের কাছ থেকেই শক্তি আসে!”   
   
 
12 হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা|  
লোকে যে কাজ করে তার জন্যই আপনি তাকে পুরস্কার বা শাস্তি দেন|