67
সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্রসহ একটি প্রশংসা গীত| 
 
1 হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন|  
অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!   
   
 
2 হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক যেন আপনার সম্পর্কে জানতে পারে|  
প্রত্যেকটা জাতি যেন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান|   
3 হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!  
যেন সমস্ত লোক আপনার প্রশংসা করে|   
4 সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন?  
কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন|  
এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন|   
5 হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!  
সকল লোক যেন আপনার প্রশংসা করে|   
6 হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন|  
আমাদের জমি যেন আমাদের ভাল আবাদ দেয়|   
7 ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন|  
পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে|