85
সঙ্গীত পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত| 
 
1 প্রভু, আপনার রাজ্যের প্রতি সদয় হোন|  
যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত|  
নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন|   
2 প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন!  
ওদের পাপ মুছে দিন!   
   
 
3 প্রভু, আর ক্রুদ্ধ হবেন না|  
রাগে আত্মহারা হবেন না|   
4 হে আমাদের পরিত্রাতা ঈশ্বর,  
আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন|   
5 চিরদিনই কি আপনি  
আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?   
6 আবার আমাদের জীবন্ত করে দিন!  
আপনার লোকদের সুখী করুন|   
7 প্রভু আমাদের রক্ষা করুন  
এবং আপনি যে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন|   
   
 
8 প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি|  
তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শান্তি থাকবে|  
তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায় ফিরে যাওয়া উচিৎ হবে না|   
9 ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন|  
আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো|   
10 তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে|  
তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে|   
11 পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে|  
স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন|   
12 প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন|  
জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য দেবে|   
13 ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে  
এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে|