2
জেরুশালেম মাপা হল
তারপর আমি চোখ তুলে চেয়ে দেখলাম মাপার ফিতে হাতে একজন মানুষ| আমি জিজ্ঞেস করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?”
তিনি আমায় বললেন, “আমি জেরুশালেম মেপে দেখতে চাই তা দৈর্ঘ্যে ও প্রস্থে কতখানি|”
তখন যে দেবদূতটি আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে গেলেন এবং আরেকটি দেবদূত তাঁর সঙ্গে কথা বলবার জন্য এগিয়ে এলেন| তিনি তাকে বললেন, “দৌড়ে গিয়ে সেই যুবকদের বল যে জেরুশালেম মাপার পক্ষে অতিশয় বড়| তার কাছে গিয়ে এই কথাগুলো বল:
 
‘জেরুশালেম হবে প্রাচীরবিহীন একটি শহর
কারণ জেরুশালেমে বসবাসকারী মানুষ ও পশুর সংখ্যা হবে অনেক|’
প্রভু বলেছেন,
‘আমি শহরের চারধারে একটি আগুনের প্রাচীর তৈরী করে তাকে রক্ষা করব|
এবং সেই শহরের মহিমা আনয়ণ করবার জন্য আমি সেখানে বাস করব|’ ”
ঈশ্বর তাঁর লোকেদের বাড়ীতে আহবান করেছেন
প্রভু বলেছেন,
“তাড়াতাড়ি কর,
উত্তরে অবস্থিত দেশটি ত্যাগ কর!
হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার লোকেদের
চতুর্দ্দিকে ছড়িয়ে দিয়েছিলাম|”
ওহে সিয়োনের লোকেরা, যারা বাবিলে বাস করছ,
তোমাদের প্রাণ বাঁচাতে এ জায়গা ছেড়ে যাও এবং ঐ শহর ছেড়ে পালাও!
সর্বশক্তিমান প্রভুই এই কথা বলেছেন|
তিনি আমাকে সেই জাতিগুলির মধ্যে পাঠিয়েছেন যারা তোমাদের লুঠ করেছিল|
তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে সম্মান আনতে|
কারণ তোমাদের আঘাত করা,
ঈশ্বরের চোখের মণিকে আঘাত করবার তুল্য|
বাবিলের লোকেরা আমার লোকেদের কারারুদ্ধ করেছিল
এবং তাদের ক্রীতদাস বানিয়েছিল|
কিন্তু আমি তাদের আঘাত করলে তারা আমার লোকেদের দাস হয়ে যাবে|
তখন তোমরা জানবে যে সর্বশক্তিমান প্রভুই আমায় পাঠিয়েছেন|
 
10 প্রভু বলেছেন,
“সিয়োন, আনন্দ করো এবং সুখী হও!
কারণ আমি আসছি এবং আমি তোমার শহরে বাস করব|
11 সেই সময়ে বহু জাতি
আমার কাছে আসবে|
তারা আমার লোক হবে
এবং আমি তোমার শহরে বাস করব|”
আর তুমি জানবে যে সর্বশক্তিমান প্রভু
আমায় তোমার কাছে পাঠিয়েছেন|
 
12 প্রভু জেরুশালেমকে তাঁর বিশেষ শহর হিসেবে আবার মনোনীত করবেন|
যিহূদা হবে পবিত্র ভূমিতে তাঁর অংশ|
13 প্রত্যেকে নীরব হও!
প্রভু তাঁর পবিত্র আবাস হতে আসছেন|