গীত 87
কোরহ বংশের সন্তানদের গীত। একটি সংগীত।
পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।
যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে
সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।
 
হে ঈশ্বরের নগরী,
তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:
“যারা আমাকে স্বীকার করে
তাদের মধ্যে আমি রহব* এবং ব্যাবিলনের উল্লেখ করব,
এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ—
এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”
সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে,
“এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে,
এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”
সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন:
“এর জন্ম সিয়োনে হয়েছে।”
 
সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে,
“সিয়োন আমার জীবনের উৎস।”
* গীত 87:4 অথবা “মিশর”